ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

কলকাতা উৎসবে মিমিকে অপমানের অভিযোগ, প্রত্যাখ্যান রাজের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মে ৫, ২০২২
কলকাতা উৎসবে মিমিকে অপমানের অভিযোগ, প্রত্যাখ্যান রাজের মিমি ও রাজ

ওপার বাংলার অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীকে কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘অপমানিত’ করা হয়েছিল বলে দাবি করেছেন এই তারকা। একই সঙ্গে সদ্য অনুষ্ঠিত হওয়া উৎসের আসরেও তাকে কেউ ডাকেনি বলেও অভিযোগ করেছেন তিনি।

এদিকে বিষয়টি প্রত্যাখ্যান করে উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী জানান, কাউকে অসম্মান করা উৎসবে উদ্দেশ্য নয়। কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম জি২৪ ঘণ্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে মিমি চক্রবর্তী বলেন, ‘আমার লেটারবক্সে একটা আমন্ত্রণপত্র এসেছিল। কিন্তু তারপর ইন্ডাস্ট্রির কেউ ফোন করে আমাকে যাওয়ার কথা বলেননি। আমি জানিও না, কবে কী ইভেন্ট হয়েছে, কবে কী প্রেস কনফারেন্স হয়েছে। আমাকে কেউ জানায়নি। সেজন্য আমি যাইনি। আগে আমাকে ডাকা হলে আমি নিশ্চয়ই যেতাম। ’

এদিকে আনন্দবাজারের কাছে এই অভিনেত্রী ২০১৯ সালের উৎসব প্রসঙ্গে অভিযোগ করে বলেন, ‘আমি উপস্থিত। সঞ্চালকেরা সকলের নাম উচ্চারণ করলেন। অতিথি হিসেবে সম্ভাষণ করলেন। সেখানে আমার নাম নেই। ইন্ডাস্ট্রির সকলের নাম ডাকার পরে সব শেষে শুধু বলা হয়েছিল, ‘মিমিও আছেন আমাদের সঙ্গে’। ’’

২০১৯ সালেও এই চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান ছিলেন রাজ চক্রবর্তী।

এদিকে রাজ জানান, ১৫ দিনের মাথায় চলচ্চিত্র উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এ রকম একটি বড় উৎসব আয়োজনের জন্য এটা খুবই কম সময়। এই অবস্থায় আগে থেকে সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আমন্ত্রণ করা সম্ভব হয়নি!

নাম নিয়ে ‘অপমান’ করা প্রসঙ্গে রাজ বলেন, ‘‘তালিকায় অনেক নাম ছিল। পরমব্রত (চট্টোপাধ্যায়) মিমির নাম উচ্চারণের সময়ে ‘সংসদ সদস্য’ শব্দটি ব্যবহার করতে ভুলে গিয়েছিলেন। এটা ভুল। এর জন্য পরম বহু বার মিমির কাছে ক্ষমাও চেয়েছেন। ’’

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মে ০৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।