ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

মেয়ের গানে তবলা বাজালেন চিত্রনায়ক নাঈম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মে ৫, ২০২২
মেয়ের গানে তবলা বাজালেন চিত্রনায়ক নাঈম

সিনেমায় আসার আগে শখের বশে গান গাইতেন চিত্রনায়ক নাঈম। কয়েকটি ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।

বাবার এই শখটি পেয়েছেন তার মেয়ে মাহাদিয়া নাঈমও। নিয়মিতই গান করেন তিনি। প্রকাশ করেছেন কয়েকটি গান।

এখন গানের সঙ্গে তেমন সক্রিয় না থাকলেও সুযোগ পেলেই পারিবারিক আয়োজনে মেয়ের সঙ্গে গাইতে বসে যান নাঈম। একবার মেয়ের গানে গিটার বাজানোর ভিডিও প্রকাশ করেছিলেন সামাজিকযোগাযোগ মাধ্যমে। ফেসবুকে সেই গান প্রকাশের পর প্রশংসায় ভাসেন বাবা ও মেয়ে দুজনই।

এবার মেয়ের গানে তবলা বাজিয়ে সবার মন জয় করলেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়ক।  

বৃহস্পতিবার (০৫ মে) ফেসবুকে মাহাদিয়া নাঈম একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে মাহাদিয়া কণ্ঠে তুলেছেন ভারতীয় বাংলা সিনেমার গান ‘কী করে বলব তোমায়’, আর পাশে বসে তবলা বাজাচ্ছেন নাঈম।  

ভিডিও ক্যাপশনে এই স্টারকিড লেখেন, ‘দীর্ঘদিন পর বাবার সঙ্গে গাইলাম। ’ 

বাবা-মেয়ের এই যুগল পারফরমেন্স মন ভরিয়েছে নেটিজেনদের। মেয়ের কণ্ঠে বাবার তবলা বাজানোর প্রশংসা করছেন সবাই।

নব্বইয়ের দশকে নাঈম ও শাবনাজ মানেই সুপারহিট সব সিনেমা। সিনেমা ছেড়ে পুরোপুরি সংসারী হয়ে গেলেও, বাংলা ভাষাভাষী মানুষ এই দুজনের নাম শুনলে একটু নস্টালজিক হয়ে যান। তাদের দুই মেয়ের মধ্যে ছোট সন্তান মাহাদিয়া নাঈম।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মে ০৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।