ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

কীসের খোঁজে লন্ডন যাবেন ফারিণ? 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মে ৭, ২০২২
কীসের খোঁজে লন্ডন যাবেন ফারিণ?  তাসনিয়া ফারিণ

ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

তবে ঢাকাই সিনেমায় নয়, কলকাতার সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন ফারিণ।  

জানা গেছে, টলিউডের ‘আরও এক পৃথিবী’ নামের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ফারিণ। চলতি মাসেই লন্ডনে এর শুটিং শুরু হবে। এটি নির্মাণ করবেন নির্মাতা অতনু ঘোষ।  

এই নির্মাতা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজ দেখার পর সিনেমাটির জন্য ফারিণকে চূড়ান্ত করেছেন তিনি। সিনেমার গল্প থাকবে চারটি চরিত্রকে ঘিরে। ফারিণ ছাড়া বাকি তিনটি চরিত্রে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।  

ফারিণের চরিত্রের বিষয়ে তিনি আরও জানান, ‘আরও এক পৃথিবী’ ফারিণের নাম প্রতীক্ষা। সে পরিবার ছাড়া যাযাবর জীবনযাপন করে ১১ বছর থেকে। একটা সময় পরিবারের খোঁজে লন্ডনে পৌঁছায়। সেখানে ঘটতে থাকে নানা ঘটনা।  

অতনু ঘোষ জানিয়েছেন, চলতি মাসেই একটানা শুটিং চলবে সিনেমাটির। এরপর এ বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার টার্গেট তাদের।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মে ০৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।