ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

মাকে নিয়ে যা বললেন তারকারা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মে ৮, ২০২২
মাকে নিয়ে যা বললেন তারকারা

পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক ‘মা’। ছোট্ট এ শব্দের মধ্যেই লুকিয়ে থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম দরদ।

এ কারণেই মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়। রোববার (৮ মে), বিশ্ব মা দিবস পালিত হচ্ছে।

এদিন অনেকের মতোই মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছেন তারকা শিল্পীরাও। নিজের মাসহ পৃথিবীর সকল মাকে তারা জানিয়েছেন শুভেচ্ছা ও ভালোবাসা।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই মায়ের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে এই নায়ক লেখেন, ‘আম্মা, আজ পর্যন্ত তুমি আমার জন্য যা করেছো, সবকিছুর জন্য ধন্যবাদ। তোমাকে খুব ভালোবাসি। আমার এবং পৃথিবীর সব মায়ের জন্য মা দিবসের শুভেচ্ছা। ’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও মায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘সব পোষ্য মাকে মা দিবসের শুভেচ্ছা। ’

চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের ছবি পোস্ট করেন। সেখানে এই অভিনেত্রী লেখেন, ‘আজ বিশ্ব মা দিবস। বিশ্ব মা দিবসে, বিশ্বের সকল মায়ের প্রতি রইলো গভীর শ্রদ্ধা সম্মন আর ভালোবাসা। মিসিং ব্যাডলি মা তুমি। ’

কয়েক মাস আগে মাকে হারিয়েছেন নাট্যকার ও অভিনেতা ফারুক আহমেদ। মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ফারুক আহমেদ লেখেন, ‘মা দিবস আজ। এ বছরের ২৮ জানুয়ারি আমার মা চলে গেল। নিজের মা এবং পৃথিবীর সকল মায়ের প্রতি ভালোবাসা। ’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার মা-বাবার একটি ছবি শেয়ার করেন। ছবিটির ক্যাপশনে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আমার বাবা-মাকে মা দিবসের শুভেচ্ছা...। তারা সবসময়ই মায়ের সমান ভূমিকা পালন করেছে। ’ 

শবনম বুবলী তার মায়ের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, ‘আম্মু, আমার অক্সিজেন ও আমার দুনিয়া। পৃথিবীর সব মাকে মা দিবসের শুভেচ্ছা। ’

এক পোস্টে মায়ের সঙ্গে অনেকগুলো ছবি শেয়ার করে বিদ্যা সিনহা মিম লেখেন, ‘সব মাকে মা দিবসের চমৎকার উদযাপনের শুভেচ্ছা। ’

এ সময়ের ব্যস্ত চিত্রনায়িকা পূজা চেরি মায়ের সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘তুমি আমার বিস্ময়কর, অসাধারণ মা। সবাইকে মা দিবসের শুভেচ্ছা। ’

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।