ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

ভিকিকে নিয়ে পছন্দের রেস্তোরাঁয় ক্যাটরিনা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মে ৯, ২০২২
ভিকিকে নিয়ে পছন্দের রেস্তোরাঁয় ক্যাটরিনা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের নিয় ইয়র্কে পাড়ি দিয়েছেন বলিউডের মিষ্টি জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সোমবার (০৯ মে) ভিকি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন।

যেখানে দেখা যাচ্ছে, এক সকালে রাস্তা পার হচ্ছেন স্ত্রী ক্যাটরিনাকে নিয়ে।

নিউ ইয়র্কের 'বাব্বিস' নামের রেস্তরাঁর খাবার পছন্দের ক্যাটরিনার! বিশেষ করে এখানকার স্ট্রবেরি পাই। তাই রেস্তরাঁরটিতেও গিয়েছেন এই জুটি। সেখানে গিয়ে ডায়েট ভুলে পছন্দের খেয়ে ছবি তুলে তা ক্যাটরিনা পোস্টও করেছেন ইনস্টাগ্রামে।

রেস্তরাঁয় দেখা যায়, মেকআপ ছাড়া ক্যাটরিনা সবুজ শার্ট পরেছেন। তাকে জড়িয়ে বসে আছেন ভিকি। তার পরনে রয়েছে ছাই রঙের হুডি। তাদের এমন ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।  

বিয়ের পর মলদ্বীপে উড়ে গিয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। কাজের ফাঁকে যখনই সুযোগ পান, একান্তে সময় কাটাতে দূর-দূরান্তে পাড়ি দেন বলিউডের এই হেভিওয়েট জুটি।  

২০২১ সালের ৯ ডিসেম্বর বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। দেখতে দেখতে পার হয়েছে পাঁচ মাস। দাম্পত্যের প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন তারা।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মে ০৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।