ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

৬ দিনে ব্যাচেলর'স রমজানের কোটি ভিউ, অমির নতুন রেকর্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মে ১৪, ২০২২
৬ দিনে ব্যাচেলর'স রমজানের কোটি ভিউ, অমির নতুন রেকর্ড ব্যাচেলর'স রমজানের পোস্টার ও নির্মাতা কাজল আরেফিন অমি

ঢাকা: আবারো সবাইকে নতুন রেকর্ড গড়ে তাক লাগিয়ে দিলেন নির্মাতা কাজল আরেফিন অমি। তার পরিচালিত ঈদের টেলিফিল্ম ব্যাচেলর'স রমজান মাত্র ৬ দিনে কোটি ভিউ-এর মাইলফলক স্পর্শ করেছে।

এর আগে তার অন্য কোনো নাটক কিংবা টেলিফিল্মের এত দ্রুত কোটি ভিউ স্পর্শ করতে দেখা যায়নি।

জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’র পুরো টিমকে নিয়েই ঈদের এই বিশেষ টেলিফিল্মটি নির্মিত হয়েছে। যেখানে রমজান মাস ও ঈদে ওই ব্যাচেলররা কী করেন, তা-ই দেখিয়েছেন পরিচালক।
এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাজল আরেফিন অমি।

তিনি বাংলানিউজকে বলেন, ‘দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের সাপোর্ট ছাড়া আসলে এটা সম্ভব হতো না। ’

গত ৬ মে ধ্রুব টিভির চ্যানেলে উন্মুক্ত করা হয় ‘ব্যাচেলর'স রমজান’। ১২ মে টেলিফিল্মটি ১০ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ভিউ স্পর্শ করে।   দিনদিন এর ভিউ বেড়েই চলছে।

‘ব্যাচেলর'স রমজান’-এ অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ তারকা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলম। তাদের সঙ্গে আছেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মে ১৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।