ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

রোশন-বুবলীর নতুন সিনেমা ‘প্রেম পুরাণ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মে ১৪, ২০২২
রোশন-বুবলীর নতুন সিনেমা ‘প্রেম পুরাণ’ রোশন ও বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে আবারো সিনেমায় জুটি বাঁধলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদারের যৌথ পরিচালনায় ‘প্রেম পুরাণ’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রোশান ও বুবলী। শিগগিরই এর শুটিংয়ে অংশ নেবেন তারা।

সিনেমাটি প্রসঙ্গে বুবলী বলেন, ‘গল্প ভালো লাগায় ‘প্রেম পুরাণ’-এ চুক্তিবদ্ধ হয়েছি। এতে আমার চরিত্রটা চমৎকার। আশা করছি ভালো কিছু হবে। ’

বুবলীর সঙ্গে কাজ করতে গিয়ে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে এবং পরিচালক-প্রযোজকদের আগ্রহে সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানান রোশন।  

‘চোখ’ দিয়ে প্রথম বড় পর্দায় জুটি বাঁধেন রোশান-বুবলী। এরপর একে একে ‘রিভেঞ্জ’, ‘বিট্রে’ ও ‘মায়া: দ্য লাভ’ সিনেমায় একসঙ্গে কাজ করে এ জুটি। বর্তমানে সিনেমাগুলো নির্মাণাধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ১৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।