ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘রাস্তা’ সিনেমায় সিয়ামের নায়িকা নবাগতা স্নিগ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মে ২৬, ২০২২
‘রাস্তা’ সিনেমায় সিয়ামের নায়িকা নবাগতা স্নিগ্ধা সিয়াম আহমেদ ও স্নিগ্ধা চৌধুরী

ঢালিউডে যাত্রা শুরু হচ্ছে আরও এক নতুন নায়িকার। চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মডেল স্নিগ্ধা চৌধুরীর।

রায়হান রাফি পরিচালিত ‘রাস্তা’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও স্নিগ্ধা নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হয় এই তরুণীর। এবারই প্রথম নাম লেখালেন সিনেমায়।

বাংলানিউজকে স্নিগ্ধা বলেন, ‘অনেক ভালো লাগা কাজ করছে একই সঙ্গে অনেক ভয়ও কাজ করছে; যেহেতু আমার প্রথম সিনেমা এটা। জাজ মাল্টিমিডিয়া, সিয়াম আহমেদ এবং রায়হান রাফা- এই তিনের কম্বিনেশনে কাজ করার বিষয়ে এক্সসাইটমেন্ট কাজ করছে, ভয়ও হচ্ছে। আমি ভালোভাবে নিয়মিত কাজ করতে চাই। সবার কাছে দোয়া চাইছি। ’

এদিকে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে জানানো হয়, স্নিগ্ধা ‘রাস্তা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে প্রায় ৬ মাস আগে। এই ৬ মাস স্নিগ্ধা জাজের তত্ত্বাবধানে অভিনয় প্রশিক্ষণ নিয়েছেন ও জিম করেছেন। জুন মাসে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।  

জানা যায়, ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন স্নিগ্ধা। বর্তমানে তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

এর আগে, রায়হান রাফির পরিচালনায় একই প্রযোজনা সংস্থার ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম। ‘রাস্তা’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল গত বছর।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মে ২৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।