ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পুত্র সন্তানের মা হলেন মারিয়া নূর 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, মে ২৭, ২০২২
পুত্র সন্তানের মা হলেন মারিয়া নূর  স্বামীর সঙ্গে মারিয়া

পুত্র সন্তানের মা হলেন জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর। শুক্রবার (২৭ মে) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে এমনটাই জানান তিনি।

যদিও সুখবরটি আরো ১৫ দিনের পুরনো!

মা-ছেলের হাতের ছবি শেয়ার করে মারিয়ার ফেসবুক পোস্টে জানান, তার পুত্রের নাম রেখেছেন সায়হান যারিব।  

মা হওয়ার অনুভূতি প্রকাশ করে মারিয়া বলেন, ‘১২ মে যারিব আমার কোলে আসে। আমাদের পছন্দসই দিনেই ও পৃথিবীতে এসেছে। আমরা খুবই আনন্দিত ওকে পেয়ে। সবার কাছে দোয়া চাইছি। ’

এর আগে চলতি বছরের শুরুর দিকে ফেসবুকে স্বামীর সঙ্গে অন্তঃসত্ত্বার ছবি পোস্ট করে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন মারিয়া নূর। তিনি লিখেছিলেন, ‘একটি অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। একজন মা হিসেবে উন্নীত হচ্ছি। ’

তারও আগে ২০২১ সালের শেষের দিকে অনির্দিষ্ট সময়ের জন্য মিডিয়া থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দেন মারিয়া নূর। এরপর মাতৃত্বকালীন ছুটি কাটাতে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

প্রসঙ্গত, সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। সে হিসাবে টানা ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করে এলো সন্তান সায়হান।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মে ২৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।