ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

টম ক্রুজের সিনেমা দেখে নায়ক হওয়ার ইচ্ছে জাগে রিয়াজের!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মে ২৭, ২০২২
টম ক্রুজের সিনেমা দেখে নায়ক হওয়ার ইচ্ছে জাগে রিয়াজের! টম ক্রুজ-রিয়াজ আহমেদ

‘টম ক্রুজের সিনেমা দেখে অভিনয়ে আসার ইচ্ছা জাগে। আমার নায়ক হওয়ার পেছনে তার অভিনয় একটি কারণ।

’ এমন মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজ আহমেদ।

হলিউডের অন্যতম শীর্ষ তারকা টম ক্রুজ অভিনীত সিনেমা ‘টপ গান : ম্যাভেরিক’ শুক্রবার (২৭ মে) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। একই দিন থেকে বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পাচ্ছেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে।

সিনেমাটি মুক্তির আগে রাজধানী মহাখালীর স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমাটি দেখতে এসে টম ক্রুজের প্রতি এমন ভালো লাগার কথা জানান রিয়াজ।  

রিয়াজ বলেন, ‘‘অনেক বছর আগে যখন টম ক্রুজের ‘টপ গান’ সিনেমা দেখেছিলাম, তখন অবাক হয়ে গিয়েছিলাম। আমরা পাইলট হিসেবে যেভাবে হাঁটি, কল দেই- সব টেকনিক অ্যাডাপ্ট করেছিলেন টম। তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম এক কথায়। মনে হয়েছিল অভিনয় পেশা তো পাইলটের চেয়ে ভালো। সত্যি কথা বলতে, টম ক্রুজের সিনেমা দেখে অভিনয়ে আসার ইচ্ছাও জাগে কিছুটা। আমার নায়ক হওয়ার পেছনে তার অভিনয় একটি কারণ। ’’

১৯৮৬ সালে মুক্তি টম ক্রুজের ‘টপ গান’ সিনেমা মুক্তি পেয়েছিল। সেই সিনেমার সিক্যুয়েল ‘টপ গান : ম্যাভেরিক’। মূলত ‘টপ গান’ সিনোটিতে টম ক্রুজের অভিনয় দেখেই মুগ্ধ হয়েছিলেন রিয়াজ।

প্রথম কিস্তি ‘টপ গান’-এর শেষে ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে জোসেফ কসিনস্কি পরিচালিত ‘টপ গান: ম্যাভেরিক’। এবারের সিনেমায় নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। তিনি ছাড়াও আগের সিনেমার অভিনেতা ভ্যাল কিলমার ফিরছেন নতুন পর্বে। এছাড়া নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম।

৩৬ বছর আগে বক্স অফিসেও ঝড় তুলেছিল ‘টপ গান’। বিশ্বব্যাপী ৩৫ কোটি মার্কিন ডলার আয় করে সিনেমাটি। এ সিনেমার মাধ্যমেই সারা বিশ্বে জনপ্রিয়তা পান টম ক্রুজ। চলচ্চিত্র সমালোচকদের মতে, আশির দশকে টম ক্রুজের ক্যারিয়ারকে প্রথম তুঙ্গে নিয়ে গিয়েছিল অ্যাকশন ধারার ‘টপ গান’।  

প্রয়াত টনি স্কট পরিচালিত সিনেমাটি মুক্তির পরের বছর ‘টেক মাই ব্রিথ অ্যাওয়ে’ সেরা গানের অস্কার পুরস্কার জিতে। নতুন পর্ব নিয়েও দারুণ প্রত্যাশা ব্যক্ত করেছেন সিনেমা সমালোচকরা।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মে ২৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।