ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মধ্যরাতে নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন উসকে দিলেন নির্মাতা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুন ১, ২০২২
মধ্যরাতে নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন উসকে দিলেন নির্মাতা রায়হান রাফি- তমা মির্জা

বিভিন্ন সময়ে নায়িকার সঙ্গে নির্মাতার প্রেমের খবর শোনা গেছে। অনেক নায়িকা আবার নির্মাতার সঙ্গে প্রেম করে ঘরও বেঁধেছেন।

বেশ কিছু দিন ধরেই ঢাকাই সিনেমার নায়িকা তমা মির্জার সঙ্গে নির্মাতা রায়হান রাফির গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও নিজেদের বন্ধু বলেই পরিচয় দেন তারা।

কিন্তু প্রেমের গুঞ্জন আরো একবার উসকে দিয়েছেন রায়হান রাফি। মূলত গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লাগে মধ্যরাতে নায়িকার সঙ্গে একটি ভিডিও শেয়ার করাকে কেন্দ্র করে। এরপর থেকেই তাদের প্রেমের বিষয়টি নতুন করে চর্চায় রয়েছে।

বুধবার (০১ জুন) জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা তমা মির্জার জন্মদিন। তার বিশেষ এই দিনের প্রথম প্রহরে অর্থাৎ ৩১ মে মধ্যরাতে কেক কেটে মুখে তুলে খাইয়ে দিয়েছেন রায়হান রাফি। সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন সেই একান্ত ভিডিওটি।  

এর ক্যাপশনে রায়হান রাফি লেখেন, ‘আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে বলছি, তোমার এই বিশেষ দিনটি সুখের হোক। আনন্দময় হোক পুরো বছর। শুভ জন্মদিন। ’

একই ভিডিও নিজের ওয়ালে শেয়ার করেছেন তমা মির্জা। তিনি লেখেন, ‘ধন্যবাদ রাফি। ভালোবাসা। তোমাকে দিয়ে জন্মদিনের উৎসব শুরু করলাম। ’

তমা মির্জা ও রায়হান রাফিকে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। এই নির্মাতার ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্লোর নম্বর ৭’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তমা মির্জা। একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি তাদের সম্পর্ক গাঢ় হয়েছে! 

‘পোড়ামন ২’, ‘দহন’-এর মতো সিনেমা উপহার দেওয়া নির্মাতা রায়হান রাফি এখনও বিয়ে করেননি। অন্যদিকে, ‘নদীজন’ সিনেমার মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করা তমা মির্জা ২০১৯ সালে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে সেই সংসার ভেঙে যায়।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ০১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।