ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রূপঙ্করের পাশে দাঁড়ালেন নচিকেতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জুন ২, ২০২২
রূপঙ্করের পাশে দাঁড়ালেন নচিকেতা রূপঙ্কর, কেকে ও নচিকেতা

বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথকে (কেকে) কলকাতায় কনসার্ট করতে যাওয়ার পর বেশ সমালোচনা করেন পশ্চিমবঙ্গের সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। এই সফরেই কেকের মৃত্যুর পর তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে অনেকে রূপঙ্করকে বয়কটের ডাক দিয়েছেন। স্ত্রীসহ হত্যারও হুমকি পাওয়ারও অভিযোগ দায়ের করেছেন তিনি। এমন পরিস্থিতি রূপঙ্করের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।  

রূপঙ্করের পক্ষ নিয়ে নচিকেতা আনন্দবাজারে লেখেন, ‘কেকের কলকাতা সফর নিয়ে রূপঙ্করের মন্তব্যকে বাঙালি তীব্রভাবে আক্রমণ করছে। কিন্তু ওর অভিমানকে যদি আমরা বুঝতে না পারি, তাহলে তো ধরে নিতে হবে, আমাদের অনুভূতি বোধটাই চলে গেছে। আমরা কি গাধা হয়ে গিয়েছি! না না, গাধা নয়, গাম্বাট! একজন বাঙালি শিল্পী তার অভিমানের জায়গা থেকে একটা কথা বলল। আর আমরা সেটাকে ধরতেই পারলাম না। অন্য ব্যাখ্যা করছি! আরে রূপঙ্কর জ্যোতিষী নাকি! ও কী করে জানবে, কেকে মারা যাবে! বিজেপি আর সিপিএম তো ময়দানে নেমে পড়েছে। এমন একটা ভাব যেন, ভিড়ের কারণেই মৃত্যু হয়েছে কেকের। ’

তিনি আরো লেখেন, ‘রাজার মতো মৃত্যু হয়েছে কেকের। এমন মৃত্যুই তো সকলে চায়। আমরা শিল্পীরা আসলে জনসমুদ্রে মিশে যেতে চাই। ওই ভিড়ে পিষ্ট হতে চাই। ভিড়ের চাপে মরে যেতে চাই। ওখানেই তো শিল্পীর সার্থকতা। শ্রোতাদের ভিড়ে এক জন শিল্পী মিশে গিয়ে জীবনের শেষ গান শোনাচ্ছেন, এটাই শিল্পীর স্বপ্ন। ’ 

রূপঙ্কর প্রসঙ্গে এই গায়ক লেখেন, ‘আমি বিশ্বাস করি, ও (রূপঙ্কর) কেকেকে কোনও ভাবেই ব্যক্তি আক্রমণ করতে চায়নি। ও শুধু একটা অভিমানের কথা বলতে চেয়েছে। বাঙালি শিল্পী যখন অন্য রাজ্যে যায়, তখন কয় টাকা পারিশ্রমিক পায়! আর বম্বের শিল্পী এখানে এলে কত পায়! সাধারণ মানুষ এসব জানেন না। অভিমানটা আছে, থাকবে। থাকাটাই স্বাভাবিক। রূপঙ্করও আমার থেকে ছোট। ছোটদের অভিমান অনেক বেশি। ওরা বাংলার কথা বলতে চায়। বাংলা সংস্কৃতিকে ওরা আন্তর্জাতিক করতে চায়। কিন্তু কষ্ট লাগে তখন, যখন দেখি, রূপঙ্কর যাদের হয়ে কথাটা বলল, আজ তারাই ওর পাশে নেই! এটা ঠিক হলো না। রাঘব, ইমনদের তো ওর পাশে দাঁড়ানো উচিত ছিল। ’

সবশেষে তিনি লেখেন, ‘একটা ঘটনা ঘটে গিয়েছে। তাতে রূপঙ্কেরের কোনো দোষ নেই। হ্যাঁ, আমি নচিকেতা বলছি। আমি রূপঙ্করের পাশে আছি। ’

এর আগে, কেকে নিয়ে কলকাতার দর্শকদের উচ্ছ্বাসের বিপরীতে ভিডিও বার্তা দিয়েছিলেন রূপঙ্কর বাগচী। তবে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়ক দুঃস্বপ্নেও ভাবতে পারেননি ওইদিন রাতেই কেকের মৃত্যু সংবাদ শুনতে পাবেন তিনি।

ফেসবুকের ওই ভিডিওতে রূপঙ্কর বলেন, ‘শো করতে কেকে কলকাতায় এসেছিলেন। ওয়ান অ্যান্ড অনলি কেকে। এই শো ঘিরে তুমুল উত্তেজনা। তার কনসার্টের কিছু লাইভ ভিডিও দেখছিলাম। তিনি ওয়ান্ডারফুল গায়ক। কিন্তু আমার মনে হলো সামাজিকমাধ্যমে এই রকম ভিডিও আমারও রয়েছে। সোমলতা, ইমন, মনোময়, রাঘব, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপমেরও রয়েছে। আমি গান শুনে যা বুঝলাম, আমরা কেকের থেকে সবাই ভালো গান গাই। কেন আমাদের নিয়ে এত উত্তেজনা বোধ করেন না বলুন তো?’

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুন ০২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।