ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বলিউডে ঋত্বিকের বোন পাশমিনা!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুন ৩, ২০২২
বলিউডে ঋত্বিকের বোন পাশমিনা! ঋত্বিক রোশন-পাশমিনা রোশান

বলিউডে পা রাখতে যাচ্ছেন ঋত্বিক রোশনের চাচাতো বোন পাশমিনা রোশন। ‘ইশক ভিশক’ সিনেমার রিমেকের মাধ্যমে বলিউডে নাম লেখাবেন রাজেশ রোশানের কন্যা পাশমিনা।

আনন্দের খবর জানিয়ে ইনস্টাগ্রামে এক পোস্টে পাশমিনা লেখেন, ‘আমার মনে হচ্ছে বছরের পর বছর পরিশ্রমের ফল পাচ্ছি। আমি খুবই উচ্ছ্বসিত, নার্ভাস। এটাই হবে আমার প্রথম অনস্ক্রিন ডেবিউ। ’

অন্যদিকে বোনের অভিষেক উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন ঋত্বিক রোশন। এই অভিনেতা লেখেন, ‘পুরো টিমকে শুভেচ্ছা। এটি একটি ভালো টিম। পাশমিন তোমাকে নিয়ে গর্বিত। ’ 

এর আগে ‘ইশক ভিশক’ সিনেমাটির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শহিদ কাপুর ও অমৃতা রাও। সিনেমাটি মুক্তি পায় ২০০৩ সালে।  প্রায় দুই দশক পর সিনেমাটির রিমেক হচ্ছে। যার নাম রেখেছে ‘ইশক ভিশক রিবাউন্ড’।  

ইতোমধ্যেই সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। পাশমিনা ছাড়াও এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রোহিত সরাফ, জিবরান খান, নায়লা গ্রেওয়ালসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।