ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ভারতে মুক্তি পেল জয়ার ‘ঝরা পালক’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুন ২৪, ২০২২
ভারতে মুক্তি পেল জয়ার ‘ঝরা পালক’ জয়া আহসান

ভারতের পশ্চিমবঙ্গে শুক্রবার (২৪ জুন) মুক্তি পেয়েছে কবি জীবনানন্দ দাশের জীবনের গল্প নিয়ে চলচ্চিত্র ‘ঝরা পালক’। যেখানে কবি চরিত্রে অভিনয় করছেন কলকাতার রাজনীতিক-অভিনেতা ব্রাত্য বসু।

তার স্ত্রীর চরিত্রে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

জানা যায়, সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে লাবণ্য প্রভা দাশের চরিত্রে। এটি পরিচালনা করছেন সায়ন্তন মুখোপাধ্যায়।  

সিনেমাটিতে নিজের চরিত্রের প্রসঙ্গে জয়া বলেন, ‘আমার চরিত্রে অভিনয় করার অনেক জায়গা। লাবণ্য প্রভা দাশের চরিত্রে অভিনয় এবং জীবনানন্দ দাশের বায়োপিক, এ কারণেই রাজি হওয়া। ’ 

জয়া এখন দেশে রয়েছেন; যে কোনো সময় ওপারে উড়াল দেবেন। মঙ্গলবার অংশ নিয়েছেন এফডিসিতে ধারণকৃত ঈদের জন্য নির্মিত মাছরাঙার রান্নাবিষয়ক  সেলিব্রেটি শো ‘রান্না কোনো ব্যাপারই না’। ১০ পর্বের এই অনুষ্ঠানের মধ্যে জয়ার পর্বটি প্রচার হবে চানরাতে। সামনে তার আরো কয়েকটি সিনেমা মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।