ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পদ্মা সেতু নিয়ে শিমুল মুস্তফার কণ্ঠে ‘স্বপ্ন পূরণ’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জুন ২৪, ২০২২
পদ্মা সেতু নিয়ে শিমুল মুস্তফার কণ্ঠে ‘স্বপ্ন পূরণ’ শিমুল মুস্তাফা

বাচিকশিল্পী শিমুল মুস্তাফার কণ্ঠে আসছে পদ্মা সেতু নিয়ে ‘স্বপ্ন পূরণ’ শিরোনামের একটি কবিতা। এটি লিখেছেন কবি জামাল হোসেন।

এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

পদ্মা সেতুর উদ্বোধনের প্রাক্কালে এই ভিডিও রঙ্গন মিউজিকের অফিসিয়াল ও ভেরিফাইড ইউটিউব চ্যানেলে শুক্রবার (২৪ জুন) প্রকাশ করা হবে।

কবি, গীতিকার ও নাট্যকার জামাল হোসেন বলেন, পদ্মা সেতু জাতির অহংকার। প্রধানমন্ত্রীর অসীম সাহস ও দৃঢ়তার ফসল এটি। এর মাধ্যমে তার স্বপ্ন পূরণ হলো। ব্যক্তিগতভাবে এ সেতু নিয়ে খুব আবেগাপ্লুত। সেই আবেগ থেকেই সৃষ্টি এ কবিতার।

পদ্মা সেতু নিয়ে লেখা এই কবিতা নিয়ে শিমুল মুস্তাফা বলেন, দারুণ কথামালার একটি কবিতা। পদ্মা সেতুকে নিয়ে কবি তার গভীর আবেগ ও অনুভূতির কথা প্রকাশ করেছেন। এই সেতু আমাদের স্বপ্নের সেতু। এমন একটি কবিতায় অংশগ্রহণ করে ভালো লাগছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।