ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পদ্মার পাড়ে দূরত্ব ঘোচার বার্তা দেওয়া কারা এই জুটি?

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০২২
পদ্মার পাড়ে দূরত্ব ঘোচার বার্তা দেওয়া কারা এই জুটি? মোফাস্সাল আল আলিফ ও মাটি সিদ্দিকী

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু আজ (২৫ জুন) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে পদ্মার দুই পাড় মাওয়া ও জাজিরার মানুষের মধ্যে এতোদিন যে দুরত্ব ছিল তা ঘুচে গেল।

দুকূল আজ থেকে আনুষ্ঠানিকভাবে এক হয়েছে। এই আনন্দ উদযাপন করছেন সারাদেশের মানুষেরা। সংস্কৃতি অঙ্গনের মানুষেরাও ভেসেছেন এই আনন্দের স্রোতে।  

তেমনই নৃত্যশিল্পী মোফাস্সাল আল আলিফ ও মাটি সিদ্দিকী জুটি তাদের কাজের মাধ্যমে পদ্মা সেতু চালুর আনন্দ প্রকাশ করেছেন। শুক্রবার (২৪ জুন) আলিফ তার ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন। যা ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল।

ওই ছবিগুলোতে স্পষ্ট হয়ে উঠেছে আনন্দে দূরত্ব ঘুচে যাওয়ার আবেদন। আলিফ এর ক্যাপশনে লেখেন, ‘দূরত্ব কমল, স্বপ্ন আজ সত্যি হলো। ’ 

এ ছবিগুলোর বিষয়ে আলিফ বলেন, ‘এটা যৌথ কাজ। এই কাজটির মূল পরিকল্পনা করেছে ফটোগ্রাফি প্ল্যাটফর্ম মোমেন্টওয়ালা। পদ্মা সেতু উদ্বোধন নিয়ে অনেকেই যার যার জায়গা থেকে উদযাপন করছেন। এ উদযাপনে আমরাও শামিল হতে চেয়েছি, সে জন্যই কাজটি করা। ’

আলিফ ও মাটির যে ছবিগুলো দেখা গেছে সামাজিকমাধ্যমে, সেগুলো একটি রেস্ট্রুরেন্টের ছাদে তোলা। এই প্রজেক্টের মূল পরিকল্পনাকারী মোমেন্টওয়ালা ফটোগ্রাফি প্ল্যাটফর্মের কর্ণধার নাজমুল হোসেন। তিনিই ছবিগুলো তুলেছেন।

বর্তমানে আলিফ জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ে লেখাপড়া করেছেন। নৃত্যের ওপর কোর্স করতে ২০১৮ সালে তিনি মুম্বাইয়ে যান। কোর্স শেষে করে ২০২০-এ ঢাকায় ফেরেন। এখন তিনি নাচ শেখান এবং বিভিন্ন আয়োজনে প্রফেশনালি কাজ করছেন।

ছবিতে আলিফের সহশিল্পী মাটি সিদ্দিকী। তারা দুজন জুটি হয়ে অনেক দিন ধরেই একসঙ্গে কাজ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।