ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পদ্মা সেতু নিয়ে এফডিসিতে আনন্দ র‍্যালি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুন ২৭, ২০২২
পদ্মা সেতু নিয়ে এফডিসিতে আনন্দ র‍্যালি

স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আনন্দ র‌্যালি করেছে সংগঠনটি।

সোমবার (২৭ জুন) দুপুর ১টার দিকে এফডিসির প্রযোজক সমিতির সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে এফডিসি সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে।  

এই আনন্দ র‌্যালিতে অংশ নেন চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, ফেরদৌস, চিত্রনায়িকা নিপুন আক্তার, পরিচালক সোহানুর রহমান সোহান, চলচ্চিত্রকার কাজী হায়াতসহ চলচ্চিত্রের বিভিন্ন অঙ্গনের কলাকুশলীরা।

সে সময় সম্মিলিত চলচ্চিত্র পরিষদের সভাপতি চিত্রনায়ক আলমগীর বলেন, 'পদ্মা সেতু আমাদের নিজেদের অর্থায়নের সেতু। এই সেতু আমাদের অহংকার। আমরা এই অহংকার অর্জন করেছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তার কাছে আমরা কৃতজ্ঞ। '

র‌্যালি শেষে চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘পদ্মা সেতু কোটি মানুষের একটি স্বপ্নের বাস্তবায়ন। সেজন্য আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি ও সম্মিলিত চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। ’

চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘দেশি-বিদেশি অসখ্য ষড়যন্ত্র কাটিয়ে আমাদের পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। এপার-ওপারের মধ্যে সংযোগ তৈরি হয়েছে। এজন্য আমি চলচ্চিত্রবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। ’

শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও বঙ্গবন্ধুর ম্যূরাল-১ উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পরদিন সকাল ৬টায় জনসাধারণের জন্য সেতু খুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুন ২৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।