ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে জাহিদ হাসানের ৭ পর্বের ধারাবাহিক ‘অসহ্য মাখন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ২৭, ২০২২
ঈদে জাহিদ হাসানের ৭ পর্বের ধারাবাহিক ‘অসহ্য মাখন’

আসন্ন ঈদুল আজহায় ছোট পর্দায় প্রচার হতে যাচ্ছে অভিনেতা জাহিদ হাসানের ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘অসহ্য মাখন’।  নাটকটিতে আরমান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান।

তাকে পাওয়া যাবে একজন রাজনীতিবিদের চরিত্রে। গল্পে নানা রকম অসহ্য কাজ কারবারের মধ্যে দিয়ে তাকে মায়ের অপমানের প্রতিশোধ নিতে দেখা যাবে।  

এতে জাহিদ হাসানের সঙ্গে আরো অভিনয় করেছেন মায়মুনা মম, আমিন আজাদ, নিলা ইসলামসহ অনেকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় সরদার। ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ১৫ মিনিটে নাগরিক টেলিভিশনে ‘অসহ্য মাখন’ প্রচার হবে।

এই নাটকটি ছাড়াও নাগরিক টিভিতে ঈদের ধারাবাহিক ‘লায়িকার মা’, ‘গার্লস গ্রুপ’ ও ‘কমন গার্লফ্রেন্ড’ প্রচার হবে।

সোহাগ কাজীর রচনা ও পরিচালনায় ‘লায়িকার মা’তে অভিনয় করেছেন কেয়া, মুকিত জাকারিয়া, ওলিউল রুমী, চিত্রলেখা প্রমুখ। রাত সাড়ে ৭টায় প্রচার হবে এটি।

রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক ‘গার্লস গ্রুপ’। রচনায় রুহুল আমিন পথিক, পরিচালনায় নাজমুল রনি। অভিনয় করেছেন নাদিয়া মীম, নাবিলা, রিমি প্রমুখ।  

প্রতিদিন রাত ১০টা ২৫ মিনিটে প্রচার হবে বিশেষ ধারাবাহিক ‘কমন গার্লফ্রেন্ড’। অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, প্রাণ রায়, জামিল হোসেন, সীমান্তসহ অনেকে। রচনায় নবীন হোসেন, পরিচালনায় মাইনুল হাসান খোকন।  

সবগুলো নাটকই ঈদের দিন থেকে টানা ৭দিন নাগরিক টিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ২৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।