ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বন্যার্তদের সাহায্যার্থে গাইবেন হৃদয়, মিলা ও ইমরানরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুন ২৮, ২০২২
বন্যার্তদের সাহায্যার্থে গাইবেন হৃদয়, মিলা ও ইমরানরা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দেশের ৮ জনপ্রিয় সঙ্গীত তারকাকে নিয়ে আয়োজিত হতে যাচ্ছে পপ ও হিপহপ ইভেন্ট ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’।  

একই মঞ্চে গাইবেন মিলা, হৃদয় খান, জালালি সেট, জেফার, ইমরান মাহমুদুল, তাশফি, মিথুন চক্র এবং ব্ল্যাক জ্যাং।

এই কনসার্ট থেকে আয়কৃত অর্থ সিলেটের বন্যা কবলিতদের সাহায্যার্থে ব্যয় করা হবে।

শুক্রবার (১ জুলাই) বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত আইসিসিবি’র ৪ নাম্বার হলে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।  

জানা যায়, এই আয়োজনে পারফর্ম করবেন আন্তর্জাতিক সঙ্গীত তারকা এবং দেশের জনপ্রিয় শিল্পী মুজা, অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং ডিজে সনিকাও।  

ইভেন্টের অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এই আইকনিক পপস্টারকে ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’র মঞ্চে ‘জেনেসিস পপ আইকন’ অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মাননা দেওয়া হবে।

অনলাইনে কনসার্টটির টিকেট কেনা যাবে এই লিংকে-  www.buyherenow.com.bd/events/arszbrbdxb/the-hype-festival

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।