ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সবার কাছে দোয়া চাইলেন প্রভা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ২৮, ২০২২
সবার কাছে দোয়া চাইলেন প্রভা সাদিয়া জাহান প্রভা

মানুষের জীবন সর্বদাই অনিশ্চিত। কখন কার দিন ফুরিয়ে যায়, সেটা বোঝার উপায় আমাদের নেই।

এমন উপলদ্ধি থেকেই হয়তো এবার সবার কাছে দোয়া চাইলেন জনপ্রিয় অভনেত্রী সাদিয়া জাহান প্রভা।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে মঙ্গলবার বেশ কয়েকটি স্টোরি শেয়ার করেন প্রভা। সেখানকার একটি স্টোরির মাধ্যমে সবার কাছে ক্ষমার চাওয়ার পাশাপাশি দোয়াও প্রত্যাশা করেন তিনি।

স্টোরিতে প্রভা লেখেন, ‘জীবন খুবই অনিশ্চিত। যে কারোর সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়……। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি। ’

প্রভা আরো লেখেন, ‘আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা দিন। এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। ’

বর্তমানে ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত রয়েছে প্রভা। সকাল আহমেদের পরিচালিত নাটকটির প্রচার শুরু হয়েছে৩১ মে থেকে। এতে প্রভার সঙ্গে আরো অভিনয় করছেন তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।