ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

অভিনেত্রী মীনার স্বামী মারা গেছেন

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুন ২৯, ২০২২
অভিনেত্রী মীনার স্বামী মারা গেছেন স্বামী বিদ্যাসাগরের সঙ্গে মীনা

ভারতের তামিল অভিনেত্রী মীনার স্বামী বিদ্যাসাগর আর নেই। জানা গেছে, ফুসফুসে নানা ধরনের সংক্রমণ ও জটিলতা নিয়ে কয়েকমাস ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

জানা যায়, চেন্নাইয়ে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর স্বামী। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

২০০৯ সালে অভিনেত্রী মীনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিদ্যাসাগর। তাদের সংসারে নয়নিকা নামের একটি কন্যাসন্তান রয়েছে।  

একজন শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন মীনা। কাজ করেছেন দক্ষিণ ভারতের বহু সুপারস্টারের সঙ্গে। বহু হিট সিনেমাও উপহার দিয়েছেন তিনি।  

মালয়লাম সিনেমা ‘দৃশ্যম ১’ ও ‘দৃশ্যম ২’তে অভিনয় করে সাফল্য পেয়েছেন মীনা। তাকে শেষবার দেখা গিয়েছিল তেলেগু সিনেমা ‘সান অব ইন্ডিয়া’তে। তার মেয়ে নয়নিকাও অভিনয় জগতে আত্মপ্রকাশ করছে। ইতোমধ্যেই সুপারহিট দক্ষিণী সিনেমা ‘থেরি’তে কাজ করেছে নয়নিকা।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।