ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

হেমন্ত-লতার গান বিপ্লব সাহা-সুস্মিতার কণ্ঠে

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুন ৩০, ২০২২
হেমন্ত-লতার গান বিপ্লব সাহা-সুস্মিতার কণ্ঠে লতা মুঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, বিপ্লব সাহা ও সুস্মিতা সাহা

দেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। এর বাইরে একাধারে চিত্রশিল্পী ও সংগীতশিল্পীও তিনি।

বর্তমানে নিয়মিত গানও গাইছেন।

নতুন করে আবারো গাইলেন একটি গান। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সুস্মিতা সাহা।

তবে এটি মৌলিক কোনো গান নয়। তারা দুজনে কণ্ঠ দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মুঙ্গেশকরের শ্রোতাপ্রিয় বিখ্যাত একটি গান। এর নতুন করে সংগীতায়োজন করেছেন জিয়াউল হাসান পলাশ। স্টুডিও তানপুরাতে এই গানের রেকর্ড সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, ‘অনেকদিন পর নতুন করে গানে কণ্ঠ দিলাম। এই গানটি আমার নিজের ভীষণ পছন্দের। আমার মতো কোটি মানুষ এই গানটি পছন্দ করেন। সেই ভালোলাগা ও আবেগ থেকে গানটি কাভার করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোন গান তা এখনই বলবো না। সবে তো গানের রেকর্ড হলো। সব কাজ শেষ করে ভিডিও তৈরির পর বিস্তারিত জানাবো। ’

তিনি আরো বলেন, ‘এই গানটিতে আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সুস্মিতা সাহা। দারুণ গান গায় ও। আশা করি হেমন্ত-লতা জুটির গানটি আমাদের দু’জনের কণ্ঠে উপভোগ করবেন শ্রোতা-দর্শক। ’

সুস্মিতা সাহা বলেন, ‘বিপ্লব সাহা দাদার সবগুলো কাজ আমি দেখেছি। খুব ভালো কাজ করেন তিনি। তার সঙ্গে প্রথমবার কাজ করার সৌভাগ্য হয়েছে। তাই আমার খুব ভালো লাগছে। আশা করছি দর্শক-শ্রোতারা কয়েকদিনে মধ্যে গানটি শোনতে পাবেন। ’

বিপ্লব সাহা জানান, তার গানটি শিগগিরই ভিডিও আকারে প্রকাশ হবে জনপ্রিয় কোনো প্লাটফর্ম থেকে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।