ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘এক ভিলেন রিটার্নস’র ট্রেলার প্রকাশ

জন আব্রাহামের সঙ্গে অর্জুনের তুমুল লড়াই!

বিনোদন ডেস্ক: | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুন ৩০, ২০২২
জন আব্রাহামের সঙ্গে অর্জুনের তুমুল লড়াই! অর্জুন কাপুর ও জন আব্রাহাম

দীর্ঘ ৮ বছর পর আসছে ‘এক ভিলেন’র সিক্যুয়াল ‘এক ভিলেন রিটার্নস’। আগামী ২৯ জুলাই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

মোহিত সুরি পরিচালিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটানি ও তারা সুতারিয়া।

বৃহস্পতিবার (৩০ জুন) প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। এতে জন ও অর্জুনের মধ্যে তুমুল লড়াই করতে দেখা গেছে। দিশা ও তারা সুতারিয়াকেও এক ধরনের খল চরিত্রে দেখা গেছে।  

এছাড়াও দেখা গেছে তাদের নিজ নিজ প্রেমের আগ্রহ। যেখানে অর্জুন এবং তারা সুতারিয়াকে জুটি হিসাবে দেখা যাচ্ছে, বিপরীতে জুটিবদ্ধ হয়েছেন জন ও দিশার। রয়েছে ‘গালিয়ান’ গানের একটি রিপ্রাইজড সংস্করণও।  

এর আগে ২০১৪ সালে মুক্তি পায় ‘এক ভিলেন’ সিনেমাটি। সেখানে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর এবং রিতেশ দেশমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।