ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পর্তুগালে হাস্যোজ্জ্বল আলিয়া, আড়াল করলেন বেবি বাম্প!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুলাই ২, ২০২২
পর্তুগালে হাস্যোজ্জ্বল আলিয়া, আড়াল করলেন বেবি বাম্প! আলিয়া ভাট

কিছুদিন আগে সুখবর জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার কোলজুড়ে আসছে নতুন অতিথি।

প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন তিনি।

অন্তঃসত্ত্বা অবস্থাতেই নিজের হলিউড সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলিয়া। বর্তমানে রয়েছেন পর্তুগালে। তবে শত ব্যস্ততার মাঝেও নিজের শরীরের প্রতি দারুণ সচেতন তিনি। শুটিংয়ের ফাঁকে নিয়মিত করছেন মর্নিং ওয়াক।

এরই মধ্যে সেখানকার বেশকিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আলিয়া। একটি ছবিতে হাস্যোজ্জ্বল আলিয়াকে দেখা গেছে। অন্য আরেকটিতে নিজের ছায়ার ছবি তুলেছেন তিনি। হয়তো বেবি বাম্প আড়াল করতেই এভাবে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নিজের সঙ্গে হাঁটা সবকিছু ঠিক করে দিতে পারে। ’ 

চলতি বছর ১৪ এপ্রিল ভালোবেসে বিয়ে করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বিয়ের উন্মাদনার রেশ শেষ হওয়ার আগেই আসে নতুন সুখবর।

বর্তমানে হলিউডের ‘হার্ট অব স্টোন’ সিনেমার কাজে ব্যস্ত আলিয়া। এই সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে তার। ভারত ফিরে তিনি অংশ নেবেন করণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র শেষ অংশের শুটিংয়ে। এছাড়া তার মুক্তি প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার প্রচারণায়ও ব্যস্ত হয়ে পড়বেন আলিয়া।

বাংলাদেশ সময়: ১২৩৬  ঘণ্টা, জুলাই ০২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।