ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

২০ বছরের সম্পর্ক, বিয়ে করলেন জেনিফার-বেন অ্যাফ্লেক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
২০ বছরের সম্পর্ক, বিয়ে করলেন জেনিফার-বেন অ্যাফ্লেক বেন অ্যাফ্লেক-জেনিফার

হলিউডের বহুল চর্চিত জুটি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক শনিবার বিয়ে করেছেন। লাস ভেগাসে তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার বিয়ের বিষয়টি জেনিফার নিজেই নিশ্চিত করেছেন ভক্তদের। তিনি লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি। ’

৫২ বছর বয়সী জেনিফার গত ২০ বছর ধরে ৪৯ বছর বয়সী বেনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। দুজনের বিয়ে হলো লাস ভেগাসে। যদিও ২০ বছর তাদের একটানা প্রেম ছিল না৷ মাঝখানে দীর্ঘ সময় ছিল বিচ্ছেদ৷ গত বছর ফের সম্পর্ক ফেরেন তারা। শুধু তাই নয়, বিয়ের পর নিজের পদবী বদলে ফেলেছেন JLo৷ জেনিফার লোপেজ থেকে তিনি হয়েছেন জেনিফার অ্যাফ্লেক। ২০০২ সালে বাগদান হয় তাদের, আবার প্রায় এক বছর পরে বাগদান বাতিল করেন তাঁরা।

এর আগে গত এপ্রিলে বাগদানের ঘোষণা দিয়েছিলেন জেনিফার লোপেজ। জুলাইয়ে এসে বিয়ের ঘোষণা দিলেন ‘বেনিফার’ খ্যাত এই জুটি।  

বেনের আগে জেনিফার লোপেজ তিনবার বিয়ে করেছেন। গায়ক মার্ক অ্যান্থনির সঙ্গে জেনিফার লোপেজের ১৪ বছর বয়সী যমজ সন্তান রয়েছে।     

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।