ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

চার বছর পর শুরু হচ্ছে ‘সেরাকণ্ঠ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
চার বছর পর শুরু হচ্ছে ‘সেরাকণ্ঠ’

দেশের অন্যতম গানের প্রতিযোগিতার অনুষ্ঠান ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ আবারো শুরু হতে যাচ্ছে। প্রায় চার বছর ধরে এই কার্যক্রমটি বন্ধ ছিল।

 দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান সংগীতশিল্পীদের সারা বিশ্বের কাছে নিয়ে আসতে এই প্ল্যাটফর্ম ২০০৮ সাল থেকে কাজ করছে।  

চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগির শুরু হচ্ছে সেরাকণ্ঠ-এর এবারের আসর। এবারের স্লোগান ‘চ্যানেল আই সেরাকণ্ঠ, তোমরা তৈরি তো?’।  

দেশের অনেক কণ্ঠশিল্পীরা যাত্রা শুরু হয়েছে ‘সেরাকণ্ঠ’র মাধ্যমে। এই আয়োজন থেকে ওঠে আসা দুজন সংগীতশিল্পীর একজন ইমরান (প্রথম রানার্সআপ), ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়ক ও সুরকারের পুরস্কার অর্জন করেন। আর ২০০৯ সালের চ্যাম্পিয়ন কোনালও ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার অর্জন করেন।

তরুণ মেধাবীদের মধ্যে যারা নিজেদের সংগীতাঙ্গনে মেলে ধরতে চান, তাদের জন্য আবার আসছে সেই সুযোগ। চ্যানেল আই থেকে জানানো হয়েছে, রেজিস্ট্রেশনের পদ্ধতিগত প্রক্রিয়ায় নতুনত্ব থাকবে। শিগগিরই তা জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।