ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

‘আলবিদা’ বলে কী বার্তা দিলেন আদনান সামি?

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
‘আলবিদা’ বলে কী বার্তা দিলেন আদনান সামি? আদনান সামি

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট মুছে দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামি। এছাড়া একটি পোস্ট দিয়ে তাতে লেখেন ‘আলবিদা’।

আর তার এই পোস্ট নিয়েই শুভাকাঙ্ক্ষীদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ভারতীয় এই গায়ক ইনস্টাগ্রাম থেকে সব ছবি ও ভিডিও মুছে ফেলার পর একটি ভিডিও বার্তা দেন। সেখানেই লেখা ‘আলবিদা’।

গায়কের এমন পোস্টে শুভাকাঙ্ক্ষীদের ধারণা, আদনান হয়তো আর কখনো মাইক হাতে গান গাইবেন না। আবার কেউ কেউ ভাবছেন, এটা হয়তো তার পরবর্তী কোনো গানের টিজার। তবে ঠিক কি কারণে এমনটা করলেন তা এখনো জানা যায়নি।

পাকিস্তান বংশোদ্ভুত গায়ক আদনান সামির জন্ম যুক্তরাজ্যে। তবে তার বেড়ে উঠা কানাডায়। ২০১৬ সালে তাকে ভারত সরকার নাগরিকত্ব দেয়। গানের পাশাপাশি বডি ট্রান্সফরমেশনের জন্য আলোচনায় থাকেন তিনি।

শিল্পী হিসেবে অভিষেকের সময় তার ওজন ছিল ২৩০ কেজি। তবে বর্তমানে ছিপছাপ চেহারার অধিকারী তিনি।

২০২০ সালে জনপ্রিয় এই গায়ককে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়। এ নিয়ে অবশ্য অনেক বিতর্কও হয়েছিল সেই সময়।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।