ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

আবারো স্টেজে ফিরছেন জাস্টিন বিবার!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
আবারো স্টেজে ফিরছেন জাস্টিন বিবার! জাস্টিন বিবার

কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার গেল জুনে জানিয়েছিলেন ‘রামসে হান্ট সিনড্রোম’ রোগে আক্রান্ত হয়েছেন তিনি। এ কারণেই একাধিক স্টেজ শো বাতিল করেছিলেন এই গায়ক।

সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বিবার বলেন, ‘আমার মুখের একপাশ ঠিকভাবে কাজ করে না, এমনকি একটি চোখের পাতা পড়ছে না। আমি আশা করছি, দ্রুত সব স্বাভাবিক হয়ে যাবে। শুধু একটু সময় প্রয়োজন। ’

সম্প্রতি শোনা যাচ্ছে, সেরে উঠেছেন জাস্টিন বিবার এবং শিগগিরই ওয়ার্ল্ড ট্যুর শুরু করতে যাচ্ছেন। ৩১ জুলাই শুরু হচ্ছে জাস্টিন বিবারের ‘জাস্টিন ওয়ার্ল্ড ট্যুর’। বিশ্বের নানা প্রান্তে শো করবেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোয় বলা হচ্ছে চলতি বছরের ১৮ অক্টোবরে ভারতে স্টেজ শো করতে আসছেন বিবার। ইতোমধ্যে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। চার হাজার রুপি খরচ করলেই নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের শোয়ে দেখা মিলবে বিশ্বের জনপ্রিয় এই গায়কের।  

এর আগে ২০১৭ সালে মে মাসে তার বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ভারতে এসেছিলেন বিবার। মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে কনসার্ট করেছিলেন তিনি। তবে এবার ভারতে আসা নিয়ে জাস্টিন বিবার এখনো কিছু না জানালেও তার অফিশিয়াল ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০২২ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।