ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

‘হাওয়া’য় মেঘদলের গান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
‘হাওয়া’য় মেঘদলের গান

মুক্তির অপেক্ষায় থাকা ‌‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি ইতোমধ্যেই মানুষের মুখে মুখে ফিরছে। এরমধ্যেই প্রকাশ হলো আরো একটি গান ‘এ হাওয়া’।

গানটি তৈরি করেছে ব্যান্ড ‘মেঘদল’ । ‘হাওয়া’ সিনেমাকে উৎসর্গ করে তাদের এ আয়োজন।

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে এটি মেঘদল তাদের ইউটিউব ও ফেসবুকে পেজে প্রকাশ করেছে। যেখানে পাওয়া গেল হাওয়ার ট্রলার ও নায়িকা নাজিফা তুষি, নায়ক শরিফুল রাজসহ আরো বেশ কয়েকজনকে।

মেঘদল ব্যান্ডের গায়ক মেজবাউর রহমান সুমন নিজেই  ‘হাওয়া’র পরিচালক। সিনেমার আবহ সংগীত করেছেন দলটির সদস্য রাশিদ শরীফ শোয়েব। গানটি লেখার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন শিবু কুমার শীল ও নির্মাতা সুমন।

আগামী ২৯ জুলাই প্রেক্ষাগৃহে আসছে চলচ্চিত্রটি। ‘হাওয়া’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২২ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।