ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট, নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট, নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া রণবীর সিং

বলিউডের মোস্ট এনার্জেটিক অভিনেতাদের মধ্যে অন্যতম রণবীর সিং। সদাই প্রাণোচ্ছ্বল, হাসিখুশি।

হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির এই হ্যান্ডসাম নায়কে নিয়ে সর্বদাই আলোচনায় লেগেই থাকে।

উদ্ভট পোশাক আর ফ্যাশনিস্তার নতুন সংজ্ঞা তৈরি করতে তার জুড়ি মেলা ভার! এবার এক ফ্যাশন ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে আলোচনায় রণবীর সিং। আর তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি রণবীর সিং ‘পেপার ম্যাগাজিন’র জন্য ফটোশুটে অংশ নিয়ে ছিলেন। সেখানে তাকে সম্পূর্ণ নগ্নভাবে দেখা গেছে। যদিও এ নিয়ে অভিনেতার কোনো সংকোচ নেই।  

তার ভাষ্য, শারীরিকভাবে নগ্ন হয়ে যাওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি। আমার কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি নিয়ে রীতিমতো চলছে আলোচনা। একাংশ প্রশংসা করেছেন, তো আরেকপক্ষ রণবীরের সিংয়ের নগ্নতা নিয়ে ঠাট্টা করতেও পিছপা হলেন না।  

একপক্ষের মতে, ক্যামেরার সামনে পোশাক খুলতে সাহস লাগে। তো আরেকপক্ষ তুলোধনা প্রশ্ন তুলেছেন, এ যাবৎকাল উদ্ভট পোশাক পরে খবরের শিরোনামে এসেছেন। ট্রোলডও হয়েছেন। তাই কি এবার পুরোপুরি পোশাক খুলে ফেলে নগ্ন হয়ে এলেন ক্যামেরার সামনে?

এদিকে পেপার ম্যাগাজিনের সূত্রের খবর, প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এমন সাহসী ফটোশুটে অংশ নিয়েছেন রণবীর। অতীতে ছক ভেঙে এমনই সব ফটোশুটে অংশ নিতেন রেনল্ডস।

সিনেমায় অভিনয়ের দিক থেকে গেল মে মাসে মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের ‘জয়েসভাই জোরদার’। বক্স অফিসে খুব বেশি সুবিধা করতে পারেনি সিনেমাটি। এছাড়া ‘সার্কাস’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় দেখা যাবে তাকে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।