ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

মিমের 'পরাণ' দেখতে স্বামীকে নিয়ে হলে মাহি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
মিমের 'পরাণ' দেখতে স্বামীকে নিয়ে হলে মাহি রাকিব সরকার-মাহিয়া মাহি-বিদ্যা সিনহা মিম

স্বামী রাকিব সরকারকে নিয়ে প্রথমবার সিনেমা দেখতে হলে গেলেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। শনিবার (২৩ জুলাই) তারা রাজধানীর মিরপুর-১ এর সনি স্কয়ারে অবস্থিত সিনেপ্লেক্সে হাজির হন ‘পরাণ’ সিনেমা দেখতে।

এ সময় স্বামীকে নিয়ে প্রথমবার সিনেমা দেখতে আসার বিষয়টি জানা মাহি নিজেই।  তিনি বলেন, অনেক ভালো লাগছে। আমরা একে অপরের সিনেমা দেখা উচিত। এই সিনেমা নিয়ে এত আলোচনা, না দেখতে এলে মানসম্মান থাকবে না।

মাহির স্বামী রাকিব বলেন, এর আগে মাহির সঙ্গে সিনেমা দেখতে আসা হয়নি। এবারই প্রথম আসলাম। বেশ ভালো লাগছে। সিনেমার মানুষরাতো আমার বউয়ের (মাহি) আরেকটি পরিবার, তাই অন্যরকম ভালো লাগা কাজ করছে।  

পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পরাণ’। ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমাটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে দেশের ৫৫ সিনেমা হলে চলছে সিনেমাটি।  

শনিবার মাহির ও তার স্বামীর সঙ্গে মিমও উপস্থিত ছিলেন। এই চিত্রনায়িকা বলেন, মাহি আমার কাছের বন্ধু, ফারিয়া (নুসরাত ফারিয়া) আসলে আরো ভালো লাগতো। মাহি ওর স্বামীকে নিয়ে এসছে, একদম পরিপূর্ণ।

শাহজাহান সৌরভের চিত্রনাট্যে ‘পরাণ’ নির্মাণ করেছেন রায়হান রাফি। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
জেআইএম/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।