ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

রাজের ‘পরাণ’ দেখতে সিনেমা হলে অন্তঃসত্ত্বা পরী

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
রাজের ‘পরাণ’ দেখতে সিনেমা হলে অন্তঃসত্ত্বা পরী

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পরাণ’ দিয়ে আলোচনায় রয়েছেন ‘আইসক্রিম’খ্যাত অভিনেতা শরিফুল রাজ। এই অভিনেতা চিত্রনায়িকা পরীমনির স্বামী।

বর্তমানে অন্তঃসত্ত্বা পরীমনি। এরপরও স্বামীর সিনেমা দেখতে হাজির হলেন প্রেক্ষাগৃহে।

শনিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুর-১ এর সনি স্কয়ারে অবস্থিত সিনেপ্লেক্সে ‘পরাণ’ সিনেমার বিশেষ প্রিমিয়ার শো দেখানো হচ্ছে। ইতোমধ্যেই সিনেমাটি দেখতে সেখানে হাজির হয়েছেন চলচ্চিত্রাঙ্গনের অনেক তারকাই। সেখানেই দর্শক সারিতে দেখা যায় পরীমনিকে।

কয়েকদিন আগেই সামাজিকমাধ্যমে শরিফুল রাজ জানান, স্ত্রী পরীমনির সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন। এ প্রসঙ্গে রাজ নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ত্রী পরীরকে উদ্দেশ্য করে লিখেছিলেন, “তোমাকে নিয়ে ‘পরাণ’ দেখব বলেছিলাম প্রথম সপ্তাহে। নিজেই টিকেট পাচ্ছি না প্রিয় স্ত্রী। পরের সপ্তাহে দেখব। ”

রাজের সেই পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে আনন্দে জড়িয়ে ধরার ইমোজি দিয়েছিলেন পরীমনি। আর ‘পরাণ’ মুক্তির পর রাজকে শুভকামনা জানিয়েছিলেন এই অভিনেত্রী। রাজকে কাছে পেয়ে দর্শকের উল্লাসের একটি ভিডিও প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘আমার পরাণটা দিলে তো কাঁপিয়ে। এভাবেই সামনে এগিয়ে যাও। ’

২০২১ সালের ১৭ অক্টোবর প্রেমের সাতদিনের মাথায় গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ ও পরীমনি। পরে চলতি বছরে ১০ জানুয়ারি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মা হওয়ার খবর জানান পরীমনি। সেদিন সন্তানসম্ভবা হওয়ার খবরের সঙ্গে নিজেদের বিয়ের কথাও প্রকাশ্যে আনেন পরীমনি-রাজ।

এদিকে, ঈদে মুক্তি প্রাপ্ত ত্রিভুজ প্রেমের গল্পের ‘পরাণ’-এ শরিফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে দেশের ৫৫ সিনেমা হলে চলছে। শাহজাহান সৌরভের চিত্রনাট্যে ‘পরাণ’ নির্মাণ করেছেন রায়হান রাফি।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
জেআইএম/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।