ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

‘গুডবাই’র ফার্স্টলুকে অমিতাভের সঙ্গে রাশ্মিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
‘গুডবাই’র ফার্স্টলুকে অমিতাভের সঙ্গে রাশ্মিকা

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা হাজির হতে যাচ্ছেন বলিউড সিনেমায়। অভিষেক সিনেমাতেই তিনি কাজ করার সুযোগ পেয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে।

‘গুডবাই’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন বিকাশ বহেল।  

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম লুক পোস্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করেছেন রাশ্মিকা লেখেন, ‘‘খুব শিগগিরই ৭ অক্টোবর ২০২২ আপনাদের কাছে আসছে ‘গুড বাই’। ’’

ফার্স্ট লুকটিতে দেখা যাচ্ছে, একটি পরিবার একসঙ্গে বসে টিভি দেখছে। সেখানে অমিতাভ বচ্চন এবং রাশ্মিকা সোফায় বসে আছেন। ‘বিগ বি’র হাতে এক বাটি পপকর্ন সকলের মধ্যে ভাগ করে দিচ্ছেন এবং অন্যান্য অভিনেতারা তাদের চারপাশে মেঝেতে বসে টিভি দেখছেন। একজনের মুখে তেরঙ্গা দেখা যায়, ফলে বোঝাই যাচ্ছে সকলে বসে খেলা দেখছেন।

সিনেমাটিতে অমিতাভ ও রাশ্মিকা ছাড়া আরো অভিনয় করেছেন নীনা গুপ্তা, পাভাইল গুলাটি, এলি আব্রাম, সুনীল গ্রোভার, সাহিল মেহতা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।