ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

পরকীয়ার অভিযোগে অভিনেত্রীকে চুলের মুঠি ধরে হেনস্তা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
পরকীয়ার অভিযোগে অভিনেত্রীকে চুলের মুঠি ধরে হেনস্তা

বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে ভারতের ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রকৃতি মিশ্রকে হেনস্তা করলেন তারই সহ-অভিনেতার স্ত্রী!

ভুবনেশ্বরের রাস্তায় সহকর্মী বাবুশান মোহান্তির স্ত্রী তৃপ্তি শতপথি ক্ষেপে গিয়ে প্রকৃতিকে চুলের মুঠি ধরে মারধর করেছেন। সে সময়কার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

ভিডিওটিতে দেখা গেছে, প্রকৃতিকে গাড়ির মধ্যে চুলের মুঠি ধরে আক্রমণ করছেন বাবুশানের স্ত্রী। ওই গাড়িতে ড্রাইভারের সিটে ছিলেন অভিনেতা বাবুশান নিজেই। অভিনেত্রীকে রীতিমতো ছটফট করতে দেখা যায়। কোনো রকমে গাড়ি থেকে নেমে একটি অটোরিকশার দিকে ছুটে যান প্রকৃতি, সেসময়ও তৃপ্তি তাকে ধাওয়া করেন। পথচারীর সাহায্য না করে ভিডিও করতে ব্যস্ত ছিলেন।

এই ঘটনায় এরই মধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রকৃতির মা। নিজের সঙ্গে ঘটা এই ভয়ঙ্কর ঘটনা এবং পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘আমি এবং আমার সহ-অভিনেতা বাবুশান একসঙ্গে চেন্নাই যাচ্ছিলাম একটি অনুষ্ঠানের আমন্ত্রণে। আচমকাই বাবুশানের বউ কিছু গুণ্ডা নিয়ে হাজির হয়, এবং অভিনেতাকে প্রশ্নবাণে জর্জরিত করে, এরপর আমাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হয়। ’ 

এই ঘটনায় নিজে ভেঙে না পড়ে প্রকৃতি উপযুক্ত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।