ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

করণের শোতে হাজির হবেন না দীপিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
করণের শোতে হাজির হবেন না দীপিকা! করণ ও দীপিকা

বলিউডের প্রভাবশালী নির্মাতা করণ জোহরের তুমুল জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’র সিজন সেভেন এরই মধ্যে তুমুল আলোচনায় রয়েছে। নতুন সিজনের প্রথম পর্বে অংশ নিয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট।

শো’টির একটি পর্বে করণ আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। প্রথমে তিনি রাজি হলেও পরে নাকি আর সাড়া দিচ্ছেন না। দীপিকা শো’টিতে অংশ নিয়ে চাচ্ছেন বা বলেও গুঞ্জন।

ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, শোনা যাচ্ছে, আগে থেকে পরিকল্পনা করা সত্ত্বেও দীপিকা পাড়ুকোন নাকি এই শোয়ে আসতে নারাজ। এমনকী, গুঞ্জনে রয়েছে দীপিকা নাকি স্পষ্টই করণকে জানিয়েছেন তিনি ‘কফি উইথ করণে’র অংশ নেবেন না তিনি।

জানা যায়, সোনম কাপুরের সঙ্গে একবার ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়েছিলে দীপিকা। সেখানে তার সাবেক প্রেমিক রণবীর কাপুরের প্রসঙ্গে উক্তি করে বিতর্ক উসকে দিয়েছিলেন। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্যই নাকি ‘পদ্মাবত’খ্যাত অভিনেত্রী শো’টি থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন।

তবে এই নিয়ে এখনো দীপিকা পাড়ুকোন বা করণ জোহর কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।