ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

রণবীর-শ্রদ্ধার শুটিং সেটে আগুন!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
রণবীর-শ্রদ্ধার শুটিং সেটে আগুন! রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর

রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমার শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) মুম্বাইয়ের স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। কী কারণে আগুন লাগো, তা জানা যায়নি।

মুম্বাইয়ের আন্ধেরির চিত্রকূট স্টুডিও সংলগ্ন ডিএন নগরের একটি দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চতুর্দিক। আগুন ছড়িয়ে পড়ে স্টুডিওতেও। ওই স্টুডিওতেই শুক্রবার লাভ রঞ্জনের সিনেমার একটি গানের শুটিংয়ের কথা ছিল। তবে অগ্নিকাণ্ডের সময় সেটে উপস্থিত ছিলেন না রণবীর এবং শ্রদ্ধা কাপুর।  

আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন কলাকুশলীরা। শুটিং ফ্লোর ছেড়ে বাইরে বেরনোর হুড়োহুড়ি পড়ে যায়। এমন পরিস্থিতিতে একজন সামান্য আহত হন। তবে কারো বড় কোনো ক্ষতি হয়নি।  

প্রথমবার নির্মাতা লাভ রঞ্জন ও নায়িকা শ্রদ্ধা কাপুরের সঙ্গে কাজ করছেন রণবীর কাপুর। সম্প্রতি সিনেমাটির শুটিংয়ে স্পেনেও গিয়েছিল গোটা টিম। তবে এ সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।