ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

প্রিয়জনের মৃত্যুশোকে ভেঙে পড়েছেন দিয়া

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
প্রিয়জনের মৃত্যুশোকে ভেঙে পড়েছেন দিয়া দিয়া মির্জা

‘আমার সন্তান, আমার জান, না ফেরার দেশে চলে গেল’, পরিবারের সদস্যের মৃত্যুশোকে এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।

ভাইঝিকে হারালেন দিয়া মির্জা।

ইনস্টাগ্রামে নিজেই ‘সন্তান’সম সেই ভাইঝির মৃত্যুর সংবাদের কথা জানান তিনি।  

শোকে কাতর দিয়া লেখেন, ‘আমার ভাইঝি, আমার সন্তান, আমার জান, না ফেরার দেশে চলে গেল। আশা করি তুই শান্তি আর ভালোবাসা খুঁজে পাবি। যেখানেই থাকিস…তুই সবসময় আমাদের মুখে হাসি ফুটিয়েছিস…ওপারটাও আলোয় ভরিয়ে রাখিস তোর নাচে, হাসিতে আর গানে। ’ 

এই পোস্টের সঙ্গে নিজের ভাইঝির একটি প্রাণোচ্ছ্বল ছবি শেয়ার করেন দিয়া। দিয়ার পোস্টে সমবেদনা জানিছেন তার ভক্তরা। এক ভক্ত লেখেন, ‘সত্যিই জীবনটা মাঝেমধ্যে বড়ই নিষ্ঠুর হয়ে ওঠে… এটা একদম ঠি না.. এটা যাবার সময় হল?’

গওহর খান, ফারহা খান আলি, ঋদ্ধিমা কাপুরসহ বলিউডের একাধিক তারকাও দিয়ার ভাইঝির আত্মার শান্তি কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।