ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

মৌসুমীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে যা বললেন সানী

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
মৌসুমীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে যা বললেন সানী মৌসুমী-ওমর সানী

ঢাকাই সিনেমার তারকা জুটি ওমর সানী ও মৌসুমী দাম্পত্য জীবনের ২৭ বছর পূর্ণ করেছেন। মঙ্গলবার (০২ আগস্ট) বিবাহবার্ষিকীতে স্ত্রী মৌসুমীকে শুভেচ্ছা জানিয়েছেন ওমর সানী।

সামাজিকমাধ্যম ফেসবুকে নিজেদের পুরনো একটি ছবি পোস্ট করে ওমর সানী লেখেন, ‌‘আল্লাহ একসাথে থাকার তৌফিক দান করুন বাকি জীবন, শুভ বিবাহবার্ষিকী মৌসুমী। ’

জানা গেছে, ১৯৯৫ সালের ৪ মার্চ বিয়ে করেছিলেন এই তারকা দম্পতি। পাঁচ মাস পর ২ আগস্ট তারা আয়োজন করেছিলেন বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানের। সে হিসেবে তাদের ২৭তম বিবাহবার্ষিকী মঙ্গলবার।

১৯৯৪ সালে পরিচালক দিলীপ সোম মৌসুমী-ওমর সানীকে নিয়ে ‘দোলা’ সিনেমা নির্মাণ করেন। এ সিনেমা দিয়েই দুজনের একসঙ্গে অভিনয়ের শুরু। একসঙ্গে অভিনয় করতে গিয়েই সম্পর্কে জড়ান তারা। মৌসুমী-সানীর সংসার আলোকিত করে রেখেছেন দুই সন্তান ফারদিন, কন্যা ফাইজা ও পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।