ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

স্বামীকে নিয়ে ব্যাংককে হানিমুনে পূর্ণিমা!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
স্বামীকে নিয়ে ব্যাংককে হানিমুনে পূর্ণিমা! আশফাকুর রহমান রবিনের সঙ্গে দিলারা হানিফ পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা নতুন সংসার শুরু করেছেন। চলতি বছরের ২৭ মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে ঘর বাঁধেন তিনি।

তাদের সেই বিয়ের খবর প্রকাশ পায় জুলাইয়ের শেষে দিকে।

এবার জানা গেল, স্বামী রবিনের থাইল্যান্ডে হানিমুনে গেছেন পূর্ণিমা।  

পূর্ণিমা নিজে থেকে এ বিষয়ে কিছু জানাননি। তবে তার পরিবার সূত্রে জানা গেছে, বরকে নিয়ে হানিমুনে গেছেন এই চিত্রনায়িকা। সপ্তাহখানেকের এই হানিমুনের জন্য থাইল্যান্ডকে গেছেন তারা।

এ বিষয়ে আরো জানা যায়, গেল ২৮ জুলাই স্বামীকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পূর্ণিমা। ইতোমধ্যেই ব্যাংকক, পাতায়ায় ঘোরাঘুরি করেছেন তারা। আরো কয়েকটি লোকেশন ঘোরাঘুরি শেষে দেশে ফিরবেন তারা।  

পূর্ণিমার এটি তৃতীয় বিয়ে। এর আগে ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সাল।   

একই বছরের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।