ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

সুদর্শন মন্টির নতুন গান প্রকাশ্যে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
সুদর্শন মন্টির নতুন গান প্রকাশ্যে সুদর্শন মন্টি

নিজের পঞ্চম মৌলিক গান প্রকাশ করলেন সংগীতশিল্পী সুদর্শন মন্টি। ‘মন বোঝে না’ শীর্ষক গানটির কথা ও সুর শিল্পীর নিজের।

সংগীতায়োজন করেছেন সব্যসাচী রনি।  

প্রযোজনা প্রতিষ্ঠান হৃদনৈ মাল্টিমিডিয়ার ব্যানারে মঙ্গলবার (০২ আগস্ট) গানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।  

‘মন বোঝে না’ গানের ভিডিওতে মডেল হয়েছেন প্রজ্ঞা লাবনী চৌধুরী ও গায়ক নিজেই।  

গানটি নিয়ে সুদর্শন মন্টি বলেন, ‘আমার নতুন একক গানটি প্রকাশের পর সবার কাছ থেকে ভালো ভালো মন্তব্য পাচ্ছি। বিষয়টি আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করছে। ’

নিজের সংগীতযাত্রা প্রসঙ্গে এই গায়ক বলেন, ‘আমি পেশাদার শিল্পী নই। তবে গীতিকার সুরকার হিসেবে কাজ করাটা আমার কাছে বেশি আনন্দের। ইচ্ছে আছে বাংলাদেশ-ভারতের বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করার। ’

তিনি আরো জানান, এর আগে একক গানের পাশাপাশি কণ্ঠশিল্পী কনার সঙ্গে একটি দ্বৈত গান প্রকাশ পেয়েছে তার। এর বাইরে সুদর্শন মন্টির কথা ও সুরে প্রায় দেড় ডজন গান প্রকাশিত হয়েছে। যেগুলোতে কণ্ঠ দিয়েছেন শান শায়েক, দিনাত জাহান মুন্নী, সাব্বির জামান, অবন্তী সিঁথি প্রমুখ। চলতি বছর বাবা দিবসে তার গাওয়া ‘বটবৃক্ষ’ গানটি দারুণ প্রশংসা কুড়িয়েছে।

ব্যক্তিগত জীবনে সংগীত অন্ত:প্রাণ সুদর্শন মন্টি চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠানর প্রধান নির্বাহী হিসেবে কর্মরত।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।