ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন মম 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন মম 

এবার নোরা হয়ে হাজির হতে যাচ্ছে অভিনেত্রী জাকিয়া বারি মম। ‘হাই অন লাইফ’ নামের ওয়েব সিরিজে তাকে দেখা যাবে এক বনেদি পরিবারের সন্তান হিসেবে! নিজের গল্পে এটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ; চিত্রনাট্য ফরহাদ হোসেনের।

বৃহস্পতিবার (৪ আগস্ট) থ্রিলিং আর অ্যাডভেঞ্চারাস গল্পে ৬ পর্বের সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ঝাক্কাসে।  

এ প্রসঙ্গে নির্মাতা আরিফ এ আহনাফ বলেন, বান্দরবানের দুর্গম এলাকায় আমরা সিরিজটির শুটিং করেছি। রিমাক্রি, তিন্দু এবং দেবতাখুমে শুটিং হয়েছে। বান্দরবানে একটানা ১১ দিন কাজ করেছি আমরা।

তিনি জানান, নোরা চরিত্রটিকে ঘিরেই সিরিজটির গল্প। যার পাঁচ-ছয়জন বন্ধু-বান্ধবী। সবাই গুলশান, বারিধারা এলাকার। নিজের বাস্তব জীবন থেকে বাঁচতে তারা যায় ঘুরতে। কিন্তু তাদের মধ্যেই একজন থাকে প্রফেশনাল কিলার।

জাকিয়া বারি মম ছাড়াও এতে আরো অভিনয় করেছেন তানভীর হুরাইরা , ওয়াহিদা হুসেইন, আবীর মির্জা, আসিফ খান, রাশেদ মামুন অপু, জয়শ্রী কর জয়া, মোমেনা চৌধুরী, করভী মিজান রিভি, মাসুম বাশার প্রমুখ।

উল্লেখ্য, সর্বশেষ আশফাক নিপুণের প্রশংসিত ওয়েব সিরিজ ‘মহানগর’ দেখা গিয়েছিল জাকিয়া বারি মমকে। কাজ করেছিলেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।