ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পাপড়ির ‘ঘাস ফড়িংয়ের বিকেল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
পাপড়ির ‘ঘাস ফড়িংয়ের বিকেল’ ঈর্ষা পাপড়ি

ফোক ও আধুনিক ঘরানার গান করে পরিচিতি পেয়েছেন এ সময়ের কণ্ঠশিল্পী ঈর্ষা পাপড়ি। এবার একটি আধুনিক গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।

গানের শিরোনাম ‘ঘাস ফড়িংয়ের বিকেল’।

কাজী বিভাসের কথায় গানটির সুর করেছেন নাজির মাহামুদ। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।

এ প্রসঙ্গে ঈর্ষা পাপড়ি বলেন, আধুনিক এবং ফোক দুই ট্র্যাকেই গান করতে চাই। দুইটাতেই আমার ভালোলাগা আছে। আধুনিক গান করতে অনেক ভালোবাসি, আর ফোক গানটাও পছন্দ করি।

তিনি আরো বলেন, পৃথিবীর সকল গানেই কোন না কোন বার্তা থাকে। আমার গানেও তেমনটাই রাখার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমার পরবর্তী গান আসছে পথশিশু, যৌন কর্মী এবং বৃদ্ধ ভিক্ষুক নিয়ে। গানগুলোর মাধ্যমে সমাজের বাস্তবচিত্র উঠে আসবে।

জানা যায়, ‘ঘাস ফড়িংয়ের বিকেল’ গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ঈর্ষা পাপড়ি’ ও ফেসবুক পেইজে মুক্তি পেতে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।