ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফারুকীর নির্দেশনায় সানীর প্রথম, সঙ্গে পলাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
ফারুকীর নির্দেশনায় সানীর প্রথম, সঙ্গে পলাশ ওমর সানী, মোস্তফা সরয়ার ফারুকী ও জিয়াউল হক পলাশ

দীর্ঘ ক্যারিয়ারে অনেক নির্মাতার নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তবে প্রথমবার নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় কাজ করলেন ঢাকাই সিনেমার এই নায়ক।

প্রথম কাজের অভিজ্ঞতায় বেশ মুগ্ধ এই অভিনেতা। বললেন, ‘ফারুকী এক কথায় অসাধারণ!’

ফারুকীর সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ওমর সানী বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী এক কথায় অসাধারণ। তার সঙ্গে প্রথম কাজ করলাম। সহশিল্পী ছিল পলাশ। কাজটি করে তৃপ্তি পেয়েছি। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে আরো কাজ করবো। ধন্যবাদ মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়াল টিমকে। ’

জানা যায়, কোন সিনেমায় নয়, ফারুকীর নির্দেশনায় আর্থিক লেনদেন করার একটি অ্যাপসের বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে ওমর সানীকে। সেখানে তার সঙ্গে দেখা যাবে ছোট পর্দার আরেক অভিনেতা-নির্মাতা জিয়াউল হক পলাশকে।  

এদিকে ফেসবুকে তিনজনের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে ফারুকী লেখেন, ‘আসিতেছে! নগদের লাইসেন্স প্রাপ্তির দিনে নয়া নগদ টিভিসি ফিল্মিং উইথ পুরান অ্যান্ড নতুন চাল। বাদ যাবে না একটি শিশুও!’ 

জানা যায়, বিজ্ঞাপনটি শিগগিরই দেশের বিভিন্ন প্রচার মাধ্যমে অবমুক্ত হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।