ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমাদের একটি সূর্য নিভে গেল: মনির খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
আমাদের একটি সূর্য নিভে গেল: মনির খান

না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার। রোববার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর শুনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে গেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।  

এই কণ্ঠশিল্পী বলেন, ‘আমাদের একটি সূর্য নিভে গেল। বিশ্ব জানে তাঁর সম্পর্কে। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি তার সন্তানতুল্য ছিলাম। তিনি সবসময় বলতেন, আমার দুটি ছেলে একটা উৎপল আরেকজন মনির। ’ 

কান্নাজড়িত কণ্ঠে মনির খান আরও বলেন, ‘তাঁর আদর, স্নেহ, শাসন সবকিছু থেকেই আজ থেকে বঞ্চিত হব। তিনি তো আমাদের একটি প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশে আর আসবে কিনা তা বলা যায় না। ’

সোমবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রথমে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। তারপর নেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানে তার  প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এই প্রয়াত গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজককে রাজধানীর বনানীর কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।