ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ধর্ম ত্যাগ করেন মহেশ ভাট, নাম ছিল ‘আসলাম’: কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
ধর্ম ত্যাগ করেন মহেশ ভাট, নাম ছিল ‘আসলাম’: কঙ্গনা

বলিউডের সিনেমা নির্মাতা মহেশ ভাট এবং অভিনেত্রী কঙ্গনা রানাউতের মধ্যে সম্পর্কটা যে একেবারেই মধুর নয় তা সবারই জানা। এবার এ নির্মাতাকে নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন কঙ্গনা।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সড়ক-২’ পরিচালকের পুরনো একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা লিখেছেন, ধর্ম ত্যাগ করেছিলেন মহেশ ভাট। তার আসল নাম ছিল ‘আসলাম’। কেন তিনি নিজের সুন্দর নামটা গোপন রেখেছেন?

তিনি আরও বলেন, ধর্মান্তরিত হওয়ার পর নির্দিষ্ট একটি ধর্মের প্রতিনিধি সেজে থাকাটা অন্যায়।

রবিবার (৪ সেপ্টেম্বর) কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে মহেশ ভাটের পুরনো একটি ভিডিও শেয়ার করেন।

ভিডিওটি শেয়ার করেই মহেশ ভাটের নাম এবং ধর্ম পরিচয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা।

অপর এক ভিডিওর ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন, আমি শুনেছি তার নাম আসলাম। তিনি দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আসলাম নামটাও খুব সুন্দর, এটা লুকানোর কী আছে?

উল্লেখ্য, মহেশ ভাটের বাবা নানাভাই ভাট ছিলেন গুজরাটি হিন্দু সম্প্রদায়ের (নগর ব্রাহ্মণ) আর মা শিরিন মোহাম্মাদ ছিলেন গুজরাটি মুসলিম পরিবারের সন্তান।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।