ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দু’জন নারীর অচেনা ভুবনের ছবি ‘জয়া আর শারমিন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
দু’জন নারীর অচেনা ভুবনের ছবি ‘জয়া আর শারমিন’ জয়া আহসান, সিনেমার পোস্টার এবং মহসিনা আক্তার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘জয়া আর শারমিন’। এটি পরিচালনা করেছেন পিপলু আর খান।

এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে পিপলু খান এবং নুসরাত ইসলাম মাটি।

সিনেমাটির বিষয়ে আগেই ফেসবুকে জানিয়েছিলেন জয়া। তবে বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) রাতে জানালেন এর নাম। সঙ্গে প্রকাশ করেছেন সিনেমার পোস্টারও।

সিনেমায় জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান নিজেই। শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের জনপ্রিয় অভিনেত্রী মহসিনা আক্তার।  

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির বিষয়ে জয়া লেখেন, ‘অবশেষে, জয়া আর শারমিন। দুজন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে। ’

তিনি আরো লেখেন, “আমি জয়া ‘জয়া’ চরিত্রে আর থিয়েটারের গুণী শিল্পী মহসিনা অভিনয় করেছেন ‘শারমিন’ চরিত্রে। ওর জন্য আমার শুভকামনা। আমাদের এই যাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা। ’

সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনও জানাননি জয়া। সিনেমাটি প্রযোজনা করেছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়ার প্রতিষ্ঠান সি তে সিনেমা।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।