ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমি অভিনয়শিল্পী, জিম প্রশিক্ষক না: দীঘি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
আমি অভিনয়শিল্পী, জিম প্রশিক্ষক না: দীঘি প্রার্থনা ফারদিন দীঘি

শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তবে নানা সময় ওজন নিয়ে সামাজিক মাধ্যমে তাকে বুলিংয়ের শিকার হতে হয়।

বিষয়টি নিয়ে সাধারণত চুপ করে থাকলেও এবার আর মুখ বন্ধ রাখতে পারলেন না এই তারকা। ওজন নিয়ে প্রশ্ন তোলা মানুষদের কড়া জবাব দিলেন তিনি।  

রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ প্রসঙ্গে দীঘি ফেসবুকে লেখেন, ‘প্রত্যেকে আমার ওজন নিয়ে খুব চিন্তিত! তারা আসলে ভুলে গেছেন আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা; জিম প্রশিক্ষক না। ’

এই অভিনেত্রীর পোস্টটিতে তার পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি কার্যত এসব কথাকে পাত্তাই না দিতে বলেছেন।  

উল্লেখ্য, বর্তমানে দীঘি অভিনয়ের পাশাপাশি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়াশোনা শুরু করেছেন। এর আগে স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।