ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুটিংয়ে আহত হয়ে হাসপাতালে ‘টাইটানিক’র নায়িকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
শুটিংয়ে আহত হয়ে হাসপাতালে ‘টাইটানিক’র নায়িকা কেট উইন্সলেট

টাইটানিক সিনেমার ‘রোজ’ চরিত্রের জন্য বিখ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট। ক্রোয়েশিয়ায় শুটিং করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

ব্রিটিশ পত্রিকা মিররের খবরে বলা হয়, কেট শুটিংয়ের সময় পা পিছলে পড়ে যান। পরে তাকে তড়িঘড়ি করে কাছের হাসপাতালে ভর্তি করা হয়।

কেটের এক প্রতিনিধি জানিয়েছেন, তার অবস্থা এখন অনেকটাই ভালো এবং শিগগিরই তিনি শুটিংয়ে নেবেন।

ওই চলচ্চিত্র সংস্থার বিবৃতিতে বলা হয়, কেটের পা পিছলে গিয়েছিল এবং প্রডাকশনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভালো আছেন এবং পরিকল্পনা অনুযায়ী এ সপ্তাহেই সিনেমার শুটিংয়ে ফিরবেন।

ক্রোয়েশিয়ায় ঐতিহাসিক সিনেমা ‘লি’র শুটিং চলছিল। এতে লি মিলারের চরিত্রে অভিনয় করছেন কেট। লি এককালে ‘ভোগ’ পত্রিকার মডেল ছিলেন। পরে চিত্র সাংবাদিকের চাকরি নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পত্রিকার হয়ে বহু ছবি তোলেন।

সিনেমাটি পরিচালনা করছেন এলেন কুরাস। কেট ছাড়াও সিনেমাটিতে রয়েছেন জুড ল, মারিয়ন কোটিলার্ড, জশ ও কনর।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।