ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন আমির কন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন আমির কন্যা আমির খান, ইরা খান ও নূপুর শিখর

বলিউড সুপারস্টার আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্তের কন্যা ইরা খান। নিজের প্রেমের সম্পর্ক নিয়ে কখনোই লুকোচুরি করেননি ইরা।

সেই প্রেমের সম্পর্ককেই এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন ইরা ও তার প্রেমিক নূপুর শিখর।

বাগদান সম্পন্ন করলেন এই জুটি। নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সবাইকে এই সুখবর জানিয়েছেন ইরা ও নূপুর।

সম্প্রতি ইতালিতে ‘আয়রন ম্যান ইতালি’ নামক নূপুরের একটি সাইক্লিং ইভেন্টে গিয়েছিলেন ইরা। সেখানেই সকলের সামনে হাঁটু মুড়ে বসে ইরাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। এক মুহূর্তও সময় ব্যয় না করে ‘হ্যাঁ’ বলেছেন আমির কন্যা। এর পরেই তার আঙুলে আংটি পরিয়ে দেন নূপুর।

জীবনের সেই বিশেষ মুহূর্তকে ইনস্টাগ্রামে সকলের সঙ্গে ভাগ করে নেন ইরা। যার পর থেকেই বলিউড তারকাদের শুভেচ্ছায় ভাসছেন তারা।

তাদের শেয়ার করা ভিডিও দেখে ফাতিমা সানা শেখ লেখেন, ‘আমার দেখা সব চেয়ে মিষ্টি জিনিস। ’ দু’জনকে নিয়ে রিয়া চক্রবর্তী লেখেন, ‘তোমাদের জন্য শুভেচ্ছা রইল। ’

নূপুরের সঙ্গে গত দু’বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন এই স্টারকিড। নূপুর একজন ফিটনেস কোচ। প্রায়ই প্রকাশ্যে আসে তাদের প্রেমের ছবি। জীবন সঙ্গী হিসেবে তাকেই নাকি বেছে নিচ্ছেন ইরা।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।