ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নাট্য নির্মাতা শাখাওয়াত মানিকের অকাল প্রয়াণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
নাট্য নির্মাতা শাখাওয়াত মানিকের অকাল প্রয়াণ শাখাওয়াত মানিক

নাট্য নির্মাতা শাখাওয়াত মানিক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৩৭ বছর।

শনিবার (সেপ্টেম্বর ২৪) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে পাবনার বেড়া উপজেলার নতুন প্যাচাকুলা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নির্মাতা।

নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরেই শাখাওয়াত মানিক হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (সেপ্টেম্বর ২৫) বাদ জোহর পারিবারিক কবরস্থানে সাখাওয়াত মানিকের দাফন সম্পন্ন হবে।

শাখাওয়াত মানিকের মৃত্যুতে শোকের ছাড়া নেমে এসেছে টেলিভিশন নাটকের তারকা, নির্মাতা ও সংশ্লিষ্টদের মধ্যে। এছাড়া মরহুমের আত্মার শান্তি কামনা করে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ডিরেক্টরস গিল্ড৷

উল্লেখ্য, সাখাওয়াত মানিকের পরিচালনায় উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকের মধ্যে আছে ‘মেঘে ঢাকা শহর’। একক নাটকের মধ্যে রয়েছে- আজ শফিকের বিয়ে, তবুও ভালোবাসি, প্রিয়জন, ব্ল্যাক কফি, কেন মিছে নক্ষত্ররা, তৃষ্ণা, অপরাহ্ণ, হাইড স্টোরি, ঠিকানা ভুল ছিল, হোম মেইড।

বাংলাদেশের সময়: ২৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।